করণ জোহর পরিচালিত ‘রকি অউর রনি কি প্রেমকাহানি’ ছবি ঘিরে দর্শকদের উচ্ছ্বাস যেন একটু বেশিই হতে চলেছে। কেননা এই ছবিতে দর্শকদের প্রিয় এবং আকাঙ্ক্ষিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাটকে তো দেখা যাবেই। সেই সঙ্গে সারা আলি খান, জাহ্নবি কাপুর এবং অনন্যা পাণ্ডেও ছবিটিতে অভিনয় করবেন।
ছবিটির একটি গানের দৃশ্যে এই তিন নায়িকাকে একসঙ্গে দেখা যাবে। তবে সেই দৃশ্যে রণবীর-আলিয়াকে দেখা যাবে কিনা সেটি খোলাসা করে বলা হয়নি। মুম্বাইয়ের সংবাদমাধ্যমগুলো এ বিষয়ে তাদের খবরে বলেছে, ছবিটিতে এই তিন ক্ষুদে অভিনেত্রীকে বিশেষ কিছু দৃশ্যে দেখা যেতে পারে। খবর আনন্দবাজার পত্রিকার।
এর আগে করন জোহর পরিচালিত একাধিক ছবিতে অতিথি শিল্পী হিসেবে দেখা গেছে রানি মুখার্জি ও কাজলকে। তবে নতুন প্রজন্মের এই তিন নায়িকা এভাবে একসঙ্গে এটিই প্রথম। এ বিষয়ে এখনও পর্যন্ত করণ জোহর স্পষ্টভাবে কিছু বলেনন। ছবিটি মুক্তি পাওয়ার কথা আছে ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি।