সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। ফাইল ছবি
মূল্যস্ফীতি ঠেকাতে প্রস্তাবিত পদক্ষেপ পর্যাপ্ত নয় বলে প্রতিক্রিয়া দিয়েছেন সেন্টার ফর রিসার্চ ডেভেলপমেন্টের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি বলেন, করমুক্ত আয়সীমা বৃদ্ধি না করে অন্যান্য ভাতার করমুক্ত সীমা পাঁচ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ১০ লাখ টাকা করা হয়েছে। এতে উপকৃত হবে উচ্চ মধ্যবিত্তরা।
বৃহস্পতিবার (৯ জুন) সন্ধ্যায় সিপিডি কার্যালয়ে বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেমসহ আরও অনেকে।ডি- এইচএ প