খেরসনে হামলা চালানোর দাবি ইউক্রেনের

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা রুশ বাহিনীর অবস্থান লক্ষ্য করে দক্ষিণ দিকের অঞ্চল খেরসনে হামলা চালিয়েছে। 

রাশিয়া কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করার পরপরই খেরসন দখল করে দেশটির সেনাবাহিনী। 

তবে গত কয়েকদিন ধরে খেরসনকে রাশিয়ার হাত থেকে মুক্ত করতে হামলা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী।

রুশ বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে শুক্রবার একটি বিবৃতি দিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

বিবৃতিতে তারা বলেছে, আমাদের বিমান খেরসন অঞ্চলে শত্রুদের পাঁচটি ঘাঁটি, যুদ্ধ সরঞ্জাম এবং সেনা যান রাখার স্থান, এবং ফিল্ড ডিপোতে সিরিজ হামলা চালিয়েছে। 

এদিকে খেরসন অঞ্চলটি ক্রিমিয়ার সঙ্গে একদম লাগোয়া একটি অঞ্চল। 

রুশ সেনারা ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ঢুকে পড়ার পর কোনো প্রকার রক্ষপাত ছাড়া মাত্র দুই দিনের মাথায় খেরসন দখল করে নেয়। 

এরপর সেখানে নিজেদের শক্ত ঘাঁটি স্থাপন করে তারা। 

কিন্তু রাশিয়ার বাকি সেনারা যখন দোনবাসের দিকে মনযোগ দেয় তখন ইউক্রেন খেরসনের অঞ্চলগুলো দখল করার জন্য সেখানে খন্ড খন্ড হামলা চালানো শুরু করে। 

এর মাধ্যমে তারা সফলতাও পেয়েছে। রুশদের হটিয়ে দিয়ে খেরসনের বেশ কিছু অঞ্চল পুনর্দখল করতে সমর্থ হয়েছে তারা। 

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY