রাশিয়ার পণ্য ভারতে পৌঁছে দিতে ইরানের নতুন বাণিজ্যিক করিডর চালু

নতুন বাণিজ্যিক করিডর ব্যবহার করে ইরানের মধ্য দিয়ে রাশিয়ার পণ্য ভারতে পৌঁছে দেওয়ার কাজ পরীক্ষামূলকভাবে শুরু করেছে বলে ইরানের রাষ্ট্রীয় শিপিং কোম্পানি ও দেশটির এক বন্দর কর্মকর্তা জানিয়েছেন। খবর ব্লুমবার্গের।  

রাশিয়ান ওই কার্গোতে ৪০ ফুট কাঠের লেমিনেট শিটের দুটি পাত্র রয়েছে, যার ওজন ৪১ টন। কার্গোটি সেন্ট পিটার্সবার্গ থেকে ক্যাস্পিয়ান সাগর বন্দর শহর আস্ট্রাখানের উদ্দেশ্যে রওনা দেয় বলে শনিবার আস্ট্রাখানের যৌথ মালিকানাধীন ইরানি-রাশিয়ান টার্মিনালের পরিচালক দারিউশ জামালির রাষ্ট্র পরিচালিত ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি জানিয়েছে। 

তবে ওই প্রতিবেদনে কার্গোটি কখন ছেড়ে গেছে বা চালানের পণ্য সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়নি। 

আস্ট্রাখান থেকে কার্গোটি ক্যাস্পিয়ান সাগর পাড়ি দিয়ে উত্তর ইরানের আনজালি বন্দরে যাবে।  সেখান থেকে পণ্য পারস্য উপসাগরে বন্দর আব্বাসের দক্ষিণ বন্দরে সড়কপথে স্থানান্তরিত হবে। সেখান থেকে পণ্য একটি জাহাজে করে ভারতের নাভা শেভা বন্দরে পাঠানো হবে বলে ইরানের একটি সংবাদমাধ্যম জানিয়েছে। 

LEAVE A REPLY