বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র দপ্তরে কসোভোর রাষ্ট্রদূত গুনের উরেয়ায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি: ভোরের কাগজ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত গুনের উরেয়ায়ের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) সংস্থাটির প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও প্রিস্টিনার মধ্যকার ‘সিস্টার সিটি এগ্রিমেন্ট’ সংক্রান্ত বিষয়ে উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়। এছাড়াও দক্ষিণ সিটি কর্পোরেশন ও প্রিস্টিনার ঐতিহাসিক স্থাপনাগুলোকে জোরালোভাবে উপস্থাপনের মাধ্যমে দুই দেশের পারস্পরিক পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাতে ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ তাপস ও কসোভোর রাষ্ট্রদূত গুনের উরেয়া আগামী দিনে বাংলাদেশ ও কসোভোর মধ্যকার বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আরও গভীরতর হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।ডি- এইচএ