রাশিয়ান বোটে ইউক্রেনের হামলা, ব্যবহার করল হারপুন মিসাইল

ইউক্রেন জানিয়েছে, তাদের নৌ বাহিনী রাশিয়ার একটি উদ্ধারকারী টাগ বোটে (ছোট জাহাজ) হামলা চালিয়েছে। এ হামলার জন্য তারা ব্যবহার করেছে জাহাজ বিধ্বংসী হারপুন মিসাইল। 

ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে টাগ বোটটিতে তারা হামলা চালিয়েছে সেটি কৃষ্ণ সাগরে অবস্থিত স্ন্যাক আইল্যান্ডে অস্ত্র, গোলাবারুদ এবং সেনা নিয়ে যাচ্ছিল।

ইউক্রেনের সেনাবাহিনীর সেনা-সংক্রান্ত যোগাযোগ অধিদপ্তর থেকে বলা হয়েছে, রাশিয়ান টাগ বোটটি ধ্বংস করে দিতে তারা দুটি হারপুন মিসাইল ব্যবহার করেছেন। 

যদি হারপুন মিসাইল ব্যবহার করে রাশিয়ার বোটে হামলা ও ধ্বংস করে দেওয়ার খবরটি সত্য হয়, তাহলে এর মাধ্যমে ইউক্রেন পশ্চিমাদের পাঠানো জাহাজ বিধ্বংসী এরকম অস্ত্র ব্যবহার করে প্রথমবারের মতো রাশিয়ার কোনো জাহাজে হামলা চালাল। 

এদিকে কৃষ্ণ সাগরে অবস্থিত এ স্ন্যাক আইল্যান্ডটি ইউক্রেনের অংশ। কিন্তু ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনে হামলা করার একদম শুরুতেই স্ন্যাক আইল্যান্ড নামে দ্বীপটি দখল করে রাশিয়ার নৌ বাহিনী। 

দ্বীপটিতে বর্তমানে তারা ভারি অস্ত্র নিয়ে যাওয়া ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের চেষ্টা চালাচ্ছে। 

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY