‘সেভেরোদোনেৎস্কে বিপুল সংখ্যক রিজার্ভ সেনা পাঠাচ্ছে রাশিয়া’

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস প্রদেশের সেভেরোদোনেৎস্কে রাশিয়া বিপুল সংখ্যক রিজার্ভ সেনা পাঠাচ্ছে। লুহানস্কের আঞ্চলিক গভর্নর সেরহি হাইদাই’র বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে। 

ইউক্রেনের জাতীয় টেলিভিশনে হাইদাই বলেন, শহরটির পূর্ণ দখল নেওয়ার জন্য  যুদ্ধরত অন্য অঞ্চল থেকে সেখানে সেনা পাঠাচ্ছে রাশিয়া। আজ, আগামীকাল বা পরশু,  রাশিয়ার কাছে থাকা সব মজুদ তারা মোতায়েন  করবে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি তেল শোধনাগার ও জ্বালানি ডিপো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। আকাশ ও ভূমি থেকে ছোড়া উচ্চ-নির্ভুল অস্ত্র ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পূর্ব দোনবাসের ক্রেমেনচুক এবং লাইসিচানস্কে অঞ্চলে অবস্থিত ওই তেল শোধনাগার ও জ্বালানি ডিপোতে হামলা চালানো হয়। ওই তেল শোধনাগার ও জ্বালানি ডিপো থেকে ইউক্রেনের সামরিক বাহিনীকে সরবরাহ করা হতো। 

LEAVE A REPLY