ঢাকা-সিলেট ট্রেন চলাচল শুরু

ফাইল ছবি

বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে। রবিবার (১৯ জুন) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এই রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানান কমলাপুর রেলওয়ে স্টশন ম্যানেজার মাসুদ সরওয়ার।

এদিকে রেলওয়ের বিভাগীয় ট্রান্সপোর্ট অফিসার খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঢাকা-সিলেট রেলপথে বন্যার পানি কিছুটা কমেছে। ফলে ৩টি লাইন ব্যবহার উপযোগী হয়েছে।

এর আগে সিলেট ও ঢাকাগামী আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ট্রেন সিলেটের পরিবর্তে মাইজগাঁও, সিলেট ও চট্টগ্রামগামী আন্তনগর উদয়ন ট্রেন কুলাউড়া, সিলেট ও ঢাকাগামী উপবন ট্রেন মাইজগাঁও, সিলেট ও ঢাকাগামী কালনী ট্রেন মোগলাবাজার এবং সিলেট ও চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেন কুলাউড়া রেল স্টেশনে আসা-যাওয়া করছিল। এ ছাড়া সিলেট ও ঢাকাগামী সুরমা মেইল ট্রেন মোগলাবাজার স্টেশনে আসা-যাওয়া করতো।

নেত্রকোণা বড় স্টেশন থেকে ট্রেন চলাচল চালু করা হয়েছে। রবিবার সকাল সাতটা থেকে ময়মনসিংহের শ্যামগঞ্জ জংশন থেকে নেত্রকোণা বড় স্টেশন পর্যন্ত রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে নেত্রকোণা থেকে মোহনগঞ্জ পর্যন্ত ২৯ কিলোমিটার পথে ট্রেন চলাচল বন্ধ আছে।

নেত্রকোণা থেকে ট্রেন চলাচল শুরু

বন্যার কারণে নেত্রকোণায় রেল চলাচল বন্ধ ছিল। তবে আজ সকাল থেকে নেত্রকোণা বড়স্টেশন পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক করা হয়। ওই পথে হাওর এক্সপ্রেস ট্রেন ছাড়া সব কটি ট্রেন চলাচল করছে।

এদিকে নেত্রকোণা বড় স্টেশন সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ রেলস্টেশন থেকে ময়মনসিংহ পর্যন্ত প্রায় ৮৭ কিলোমিটার রেলপথ আছে। ওই পথে যাত্রাবিরতির জন্য ১২টি স্টেশন আছে। এর মধ্যে নেত্রকোনার অংশে নয়টি স্টেশন আছে। জেলায় দুটি আন্ত:নগর, দুটি লোকাল ও একটি কমিউটার ট্রেন চলাচল করে।

গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনটি গতকাল শনিবার সকাল সাড়ে পাঁচটার দিকে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। এর কিছুক্ষণ পর বারহাট্টার ইসলামপুর এলাকায় একটি বক্স কালভার্ট ভেঙে যায়। এ সময় মোহনগঞ্জের উদ্দেশে যাওয়া ২৬২ নম্বর লোকাল ডাউন ট্রেনটি বারহাট্টা স্টেশনে আটকা পড়ে। পরে ওই ট্রেনকে ঘুরিয়ে ময়মনসিংহে নিয়ে যাওয়া হয়।

বারহাট্টা রেলস্টেশনের মাস্টার মো. গোলাম রব্বানী বলেন, বড় স্টেশন থেকে মোহনগঞ্জ স্টেশন পর্যন্ত ২৯ কিলোমিটার রেলপথ বন্ধ আছে। বন্যার পানির চাপে ইসলামপুর এলাকায় কালভার্টটি ভেঙে যায়। এটি মেরামত করতে সময় লাগবে।এসআর

LEAVE A REPLY