রাশিয়ার সেই ‘হুমকির’ জবাবে যা বলল লিথুয়ানিয়া

রাশিয়ার জবাবে লিথুয়ানিয়া জানিয়েছে,  রাশিয়ান ছিটমহল কালিনিনগ্রাদে পণ্য পরিবহনের উপর লিথুয়ানিয়ার নিষেধাজ্ঞা শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিধিনিষেধ আরোপ করা পণ্যের ওপরই  বিদ্যমান। লিথুয়ানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ভিলনিয়াসে রাশিয়ার কূটনৈতিক মিশনের প্রধানকে এ কথা বলেন বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

এর আগে রাশিয়ান ছিটমহল কালিনিনগ্রাদে পণ্য পরিবহনের জন্য লিথুয়ানিয়ার কাছে ট্রানজিট নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নেওয়ার দাবি জানিয়েছিল রাশিয়া। ট্রানজিট ফের চালু না হলে, স্বার্থ রক্ষার জন্য প্রতিক্রিয়া জানাবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেছিল মস্কো। 

লিথুয়ানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, লিথুয়ানিয়া ‘একতরফা, ব্যক্তিগত বা অতিরিক্ত’ বিধিনিষেধ আরোপ করেনি।

লিথুয়ানিয়া কর্তৃপক্ষ তাদের ভূখণ্ড দিয়ে পণ্য পরিবহন নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার মূল ভূখণ্ড এবং বাল্টিক সাগরের কালিনিনগ্রাদ ছিটমহলের মধ্যে একমাত্র রেলপথ দিয়ে রাশিয়া পণ্য পরিবহণ করতে পারছে না। রেলপথটি লিথুয়ানিয়া এবং পোল্যান্ডের মধ্যে অবস্থিত। 

নিষিদ্ধ পণ্যের মধ্যে রয়েছে কয়লা, ধাতু, নির্মাণ সামগ্রী এবং উন্নত প্রযুক্তি।

LEAVE A REPLY