ক্রিমিয়ায় তেল কূপ খনন কেন্দ্রে রাশিয়ার হামলা

ক্রিমিয়ান উপদ্বীপের কাছে তেল ও গ্যাস কোম্পানি চেরনোমর্নেফতেগাজের একটি তেল কূপ খনন কেন্দ্রে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী।

রাশিয়া-অধিভুক্ত অঞ্চলটির প্রধান সের্গেই আস্কিওনভের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

সের্গেই আস্কিওনভ ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে জানান, এই হামলায় তিনজন আহত হয়েছেন। নিখোঁজ সাত শ্রমিকের সন্ধানে অভিযান চলছে বলেও দাবি করেছেন তিনি।

তবে আল জাজিরা স্বাধীনভাবে এসব দাবি যাচাই করতে পারেনি। 

রাশিয়া ২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়ান উপদ্বীপকে নিজেদের অধিভুক্ত করে সেখানকার বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন করেছে। 

এদিকে, রাশিয়ার সেনারা সেভেরোদোনেৎস্কের মেতেলকিনে শহরটি দখল করেছে। এটি সেভেরোদোনেৎস্কের খুবই গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। রুশ সেনারা সেভেরোদোনেৎস্কে অবস্থিত ইউক্রেনের সেনাদের অবস্থানগুলো লক্ষ্য করে অত্যাধিক হামলা চালাচ্ছে। তারা কামান এবং বিমান হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে। 

LEAVE A REPLY