এক ইনিংসে তিন সেঞ্চুরিয়ানের গল্প

ওয়ানডের রেকর্ড এলোমেলো হয়েছে ইংল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচে। গত ১৭ জুন ডাচদের বিপক্ষে ৪৯৮ রানের পাহাড় গড়েছিল ইংল্যান্ড, যা ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ। ফিল সল্ট, ডেভিড মালান ও জস বাটলারের সেঞ্চুরিতেই রানের চূড়ায় পৌঁছয় এউইন মরগানের দল। সল্ট ১২২, মালান ১২৫ আর বাটলার ঝড় তুলে ৭০ বলে অপরাজিত ১৬২ রানে।

kalerkantho
kalerkantho

ওয়ানডে ইতিহাসে এক ইনিংসে এটা অবশ্য তিন সেঞ্চুরির প্রথম কীর্তি নয়। এর আগেও এমন নজির আছে দুইবার। দুটিই করেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। প্রথমটি ২০১৫ সালের জানুয়ারিতে জোহানেসবার্গে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ উইকেটে ৪৩৯ করার পথে হাশিম আমলা ১৫৩*, রাইলি রুশো ১২৮ আর এবি ডি ভিলিয়ার্স করেছিলেন ১৪৯। ডি ভিলিয়ার্সের ইনিংসটি আবার ৯ বাউন্ডারি ১৬ ছক্কায় মাত্র ৪৪ বলে! 

এর ৯ মাস পর অক্টোবরে ভারতের বিপক্ষে মুম্বাইয়ে আবারও তিন সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের। এবার ৪ উইকেটে ৪৩৮ করার পথে কুইন্টন ডি কক ১০৯, ফাফ দু প্লেসিস ১৩৩ আর এবি ডি ভিলিয়ার্স করেন ১১৯। এমন নজিরে একমাত্র ব্যাটার হিসেবে দুইবার কীর্তিটা এবি ডি ভিলিয়ার্সের।

LEAVE A REPLY