করোনা পরবর্তী বিশ্ব আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাচ্ছে। যদিও বাংলাদেশে ইদানিং করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তবে অনেক দেশেই ক্রিকেটারদের আর জৈব সুরক্ষা বলয়ে থাকতে হয় না। এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে আসার অভিজ্ঞতা জানালেন ইংলিশ ক্রিকেটার জেসন রয়। পিএসএলে খেলতে গিয়ে তার নাকি মানসিক সমস্যাও শুরু হয়েছিল।
যার কারণ দিনের পর দিন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে জৈব সুরক্ষা বলয়ে থাকা।
এবারের পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলেছেন জেসন রয়। ৬ ম্যাচে ৫০.৫০ গড়ে করেছেন ৩০৩ রান। স্ট্রাইক রেট ১৭০.২২। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পিএসএলে আমার মানসিক অবস্থা ঠিক ছিল না। খুব অদ্ভুত একটা জায়গায় ছিলাম আমি। ভালো খেলছিলাম কিন্তু খেলাটা উপভোগ করতে পারছিলাম না। আনন্দ পাচ্ছিলাম না। বাড়ি ফিরে স্বস্তি পেয়েছিলাম। মনে হয়েছিল, স্বাভাবিক জীবনে ফিরলাম। ‘
টানা জৈব সুরক্ষা বলয়ে থাকার ফলে ক্লান্ত হয়ে পড়েছিলেন জেসন রয়। সেই কারণেই এমন হয়েছিল বলে তিনি মনে করেন, ‘অনেকগুলো মাস বাড়ির বাইরে ছিলাম। হোটেলে ৫০ দিন জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে হয়েছিল। জানুয়ারি মাসে আমার সন্তান হয়। তার কাছ থেকে দূরে থাকা খুব কষ্টের। ‘ উল্লেখ্য, এবারের আইপিএলে জেসন রয়কে দলে নিয়েছিল গুজরাট টাইটান্স। কিন্তু জৈব সুরক্ষা বলয়ে থাকার ভয়ে তিনি খেলেননি। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে তরতাজা জেসন রয় এখন খেলার প্রতি আকর্ষণ খুঁজে পাচ্ছেন।