আইয়ুব বাচ্চুর গান গাওয়া কিশোরকে পা ছুঁয়ে প্রণাম করলেন পণ্ডিত অজয় চক্রবর্তী

আইউব বাচ্চু, সেই দৃশ্য ও পণ্ডিত অজয় চক্রবর্তী

আইয়ুব বাচ্চু নেই। কিন্তু তিনি রয়ে গেছেন কোটি ভক্তের হৃদয়ে। লাখো উঠতি গায়কের হৃদয়ে। তেমনি একজন খুদে গায়ক ঋষভ।

কলকাতার নিউ আলিপুরের ছেলে। পড়ে একটি ইংরেজি মাধ্যমে অষ্টম শ্রেণিতে।  

অডিশনে আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি’ গেয়ে বিচারকদের হৃদয়ে জায়গা করে নেয় ঋষভ। সারেগামাপা’র মূল পর্বে জায়গা করে নিয়েছে সে। তার গায়কি-গিটার বাজানোর দক্ষতায় মুগ্ধ হয়েছেন বিচারকরা। শুধু তাই নয়, ঋষভের গানে বিস্মিত হয়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তী। তাকে ভালোবাসা জানাতে আসন ছেড়ে সোজা মঞ্চে চলে যান শান্তনু মৈত্র এবং মনোময় ভট্টাচার্য। শুধু তাই নয়, রিচা শর্মা আরো একবার গানটি গাওয়ার অনুরোধ করেন তাকে। ফলে গিটার বাজিয়ে ফের ‘সেই তুমি’র সুর ধরে ঋষভ।

এর পরেই মঞ্চে আসেন পণ্ডিত অজয় চক্রবর্তী। নির্দ্বিধায় ঋষভের পায়ে হাত দিয়ে প্রণাম করেন তাকে। খুদে শিল্পীর উদ্দেশে তিনি বলেন, ‘আমি কাকে প্রণাম করলাম জানিস? তোর ভেতরের মানুষটাকে, বাইরের মানুষটাকে খুব ছোট দেখতে। কিন্তু ভেতরে খুব বড় একজন মানুষ আছে। ’

জি বাংলায় শনি এবং রবিবার রাত সাড়ে ৯টায় দেখা যাচ্ছে ‘সা রে গা মা পা’। ইতিমধ্যেই দর্শকের পছন্দের তালিকায় নতুন করে জায়গা করে নিয়েছে এই অনুষ্ঠান।  

LEAVE A REPLY