তুরস্কে পৌঁছেছেন ক্রাউন প্রিন্স সালমান

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছেছেন।

মিশর এবং জর্ডানে সরকারি সফর শেষে তুরস্ক সফরে গেলেন তিনি। 

প্রেসিডেন্সিয়াল প্যালেসে ক্রাউন প্রিন্সকে বরণ করে নেন তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান।

তারা অর্থনৈতিক এবং রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবেন। তাছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন এবং স্বাস্থ্য ও অন্যন্য খাত সম্প্রসারণ নিয়ে আলোচনা করবেন এ দুই নেতা।

বিভিন্ন বিষয়টি নিয়ে দ্বিপাক্ষিক চুক্তিতেও সাক্ষর করবেন তারা।

ক্রাউন প্রিন্স সালমান জর্ডান সফর শেষে তুরস্কে এসে পৌঁছান।

জর্ডান সফরে ক্রাউন প্রিন্স জর্ডানের কিং আব্দুল্লাহর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

প্রিন্স সালমান তার সরকারি সফর শুরু করেন মিশরে যাওয়ার মাধ্যমে। 

মিশর সফরে দেশটির প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসির সাক্ষাৎ করেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স। 

এদিকে ২০১৮ সালে তুরস্কে অবস্থিত সৌদি আরবের দূতাবাসে সাংবাদিক জামাল খাগোসিকে হত্যা করে সৌদি আরবের হিট স্কোয়াড। 

খাসোগিকে হত্যা করতে সরাসরি নির্দেশ দিয়েছিলেন ক্রাউন প্রিন্স সালমান। 

এ ঘটনার পর সৌদি ও তুরস্কের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়ে যায়। 

কিন্তু গত কয়েকদিন ধরে ফের সম্পর্ক শীতল করার চেষ্টা করছে দুই দেশ। 

সূত্র: আল আরাবিয়া 

LEAVE A REPLY