লিগ ওয়ানের জায়ান্ট দল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এখন নতুন কোচ খুঁজছে। মরিসিও পচেত্তিনোকে এখনও আনুষ্ঠানিকভাবে সরানো না হলেও তার চাকরি শেষ। ফরাসি গণমাধ্যমের দাবি, নতুন কোচ হিসেবে পিএসজির নাকি প্রথম পছন্দ ছিলেন জিনেদিন জিদান। এমনকী ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ পর্যন্ত জিদানকে এই অনুরোধ করেছিলেন।
কিন্তু জিদান রাজি হননি। যে কারণে পিএসজি এখন ক্রিস্তফ গালতিয়েরের সঙ্গে দেনদরবার করছে।
এ বিষয়ে এতদিন ফরাসি কিংবদন্তি জিদান টু শব্দটিও করেননি। অবশেষে তিনি মুখ খুললেন। ফরাসি ক্রীড়াদৈনিক লে’কিপে সাক্ষাৎকারে পিএসজির কোচ হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, তার জন্য উপযুক্ত ক্লাবের সংখ্যা একেবারে হাতেগোনা! জিদানের ভাষায়, ‘কখনোই একেবারে না বলে বলে দেওয়া যায় না। কোচ হিসেবে আপনার সামনে ৫০টি ক্লাবের দুয়ার খোলা থাকে না। কেবল দুটি বা তিনটি বিকল্প থাকে। ‘
তবে ১৯৯৮ বিশ্বকাপজয় জিদানের স্বপ্ন ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়া। তিনি আরও বলেন, ‘অবশ্যই আমি সেটা চাই। একদিন আশা করি আমি জাতীয় দলের কোচ হব। সেটা কখন হবে? তা তো আর আমার ওপর নির্ভর করে না! তবে ফ্রান্স জাতীয় দলে আমি চক্রটা পূরণ করতে চাই। ফ্রান্স দলে আমি খেলোয়াড় হিসেবে ছিলাম, (বুকে হাত রেখে) সেটা আমার জীবনে ঘটে যাওয়া সুন্দরতম অধ্যায়। সত্যিই! এর চেয়ে সেরা কিছু হতে পারে না। ‘