আজ ব্রিকস সম্মেলনে বসছেন পাঁচ নেতা

পুরনো ছবি

আজ বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেইজিং আয়োজিত ভার্চুয়াল ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। পাঁচ দেশের নামের প্রথম অক্ষর নিয়ে নামকরণ করা গ্রুপটির সদস্য দেশগুলো হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন এবং সাউথ আফ্রিকা।  

আজ বৃহস্পতিবার বার্ষিক সম্মেলনে মিলিত হচ্ছেন এই জোটের নেতারা। তবে ধুমধাম ছাড়াই আয়োজন হচ্ছে এবারের ব্রিকস সম্মেলন।

এবারের সম্মেলনে বৈশ্বিক সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হতে পারে বলে জানিয়েছে সিএনএন।

করোনাভাইরাস মহামারির পর বিশ্ববাসী দেখছে রাশিয়া-ইউক্রেন সংঘাত। এতে করে দেশে দেশে বেড়ে গেছে মূল্যস্ফীতি, দেখা দিয়েছে অর্থনৈতিক সংকটও। সংকট কমাতে এবারের ব্রিকস সম্মেলনকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।  

ব্রিকসের অন্তর্ভুক্ত পাঁচটি দেশ বিশ্বের ৪০ শতাংশ জনশক্তি ও ২৪ শতাংশ মোট দেশজ উৎপাদন (জিডিপি) ধারণ করে। সেখানে এবারের ১৪তম ব্রিকস সম্মেলন বড় রকমের ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা রয়েছে।

এবার আলোচনা অনুষ্ঠিত হবে ভার্চুয়াল ফরম্যাটে। এ নিয়ে টানা তৃতীয় বছর এভাবে সম্মেলন আয়োজিত হচ্ছে। গত দুই বছর করোনা মহামারির কারণে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় এই সম্মেলন। তবে এ বছর সামনা-সামনি বৈঠকের বদলে নেতারা কেন ভার্চুয়াল সম্মেলনে আগ্রহী হলেন তা স্পষ্ট নয়।

ওয়াশিংটনের থিংকট্যাংক উইলসন সেন্টারের উপপরিচালক মাইকেল কুজেলম্যান বলেছেন, ব্রিকস অপ্রাসঙ্গিক বলে মনে হতে পারে। কারণ এটি মার্কিন নেতৃত্বাধীন বিদ্যমান ব্যবস্থায় কার্যকর বৈশ্বিক অর্থনৈতিক বিকল্পের সূচনা করার দীর্ঘস্থায়ী প্রচেষ্টাকে সত্যিই এগিয়ে নেয়নি।

ব্রিকসের আলোচনার মূলে সব সময়ই থেকেছে অর্থনীতি। তবে আজকের শীর্ষ সম্মেলনে ইউক্রেন যুদ্ধ বড় হয়ে উঠতে পারে। দেশগুলো হয়তো যুদ্ধের কথা স্পষ্টভাবে উল্লেখ না-ও করতে পারে।

তবে ভারতের প্রধানমন্ত্রী, রাশিয়ার প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট এবং ব্রাজিলের প্রেসিডেন্ট একে অপরের সঙ্গে কথা বলার সময় এটি নিয়ে আলোচনা হতে পারে।
সূত্র : বিবিসি।

LEAVE A REPLY