আজ ব্রাসেলস সামিট, ইউক্রেনকে প্রার্থী মানতে যাচ্ছে ইইউ

আজ বৃহস্পতিবার ব্রাসেলসে শীর্ষ সম্মেলনে ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রার্থী হিসেবে অনুমোদন দেওয়া হবে। বিবিসি জানিয়েছে, ইউরোপিয়ান কমিশন সবুজ সঙ্কেত দেওয়ার পর এ সিদ্ধান্ত হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে রুশ হামলা শুরুর পর ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার আবেদন করেছিল ইউক্রেন। তারপর প্রক্রিয়াটি রেকর্ড গতিতে এগিয়েছে।

ইইউতে নিযুক্ত ইউক্রেনীয় রাষ্ট্রদূত বিবিসিকে বলেছেন, এটি ইউক্রেনীয়দের জন্য মানসিকভাবে উৎসাহ দেবে। তবে তিনি এ-ও বলেছেন, শুধু যুদ্ধ শেষ হলেই ‘বাস্তবের শান্তি’ ফিরে আসবে।

প্রার্থীর মর্যাদা হলো, ইইউ সদস্যপদ লাভের প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ। ফ্রান্স এই সপ্তাহে বলেছে, ইউক্রেনের বিষয়ে ‘সম্পূর্ণ ঐকমত্য’ রয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে বহু বছর সময় লেগে যেতে পারে এবং এ যাত্রায় সফল হওয়ার কোনো নিশ্চয়তা নেই।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া দোনবাস অঞ্চল ধ্বংস করতে চাচ্ছে। ওই অঞ্চলে ব্যাপক হামলা চালাচ্ছে রুশ বাহিনী।  

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, এখানে দখলদারের লক্ষ্য অপরিবর্তিত রয়েছে। তারা ধাপে ধাপে পুরো দোনবাসকে ধ্বংস করতে চায়। প্রেসিডেন্টের এক শীর্ষ উপদেষ্টা জানিয়েছেন, পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদোনেৎস্ক এবং লিসিচানস্কে সংঘাত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

চলতি মাসের শুরুর দিকে ইউক্রেনীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরটির দিকে এগোনোর চেষ্টা করছে রুশ বাহিনী। সেখানে তীব্র লড়াই চলছে। রাশিয়ার বিরুদ্ধে উরাগান মাল্টিপল রকেট লঞ্চার ব্যবহারের অভিযোগ তুলেছে খারকিভ পুলিশ প্রশাসন।

গত সপ্তাহে বেশ পূর্বে ইউক্রেনের ইজিয়াম জেলায় একটি গ্যাস প্রক্রিয়াকরণ কারখানায় একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। মঙ্গলবারও কারখানাটির আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ওই দিনের হামলায় আরো কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জানিয়েছেন খারকিভের গভর্নর।
সূত্র : বিবিসি।

LEAVE A REPLY