ভারতে চার মাসে সর্বোচ্চ করোনা সংক্রমণ দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) দৈনিক সংক্রমণ আবারও ১৩ হাজার ছাড়িয়ে গেছে। গত চার মাসের মধ্যে এটাই সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড।
২৪ ঘণ্টায় দেশটিতে ১৩ হাজার ৩১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবারের হিসাব অনুযায়ী গত একদিনে ভারতে ছয় লাখ ৫৬ হাজার ৪১০ জনের করোনা পরীক্ষা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।ডি- এইচএ