পুতিনের সেই ঘোষণার পর ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করল জি-৭ নেতারা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার জানান, বেলারুশে আগামী কয়েক মাসের মধ্যে শক্তিশালী ইস্কান্দার মিসাইল পাঠাবে রাশিয়া।  বেলারুশের নিরাপত্তা নিশ্চিতে ইস্কান্দার মিসাইল মোতায়েন করা হবে। 

ইস্কান্দার মিসাইল পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। 

রাশিয়ার গণমাধ্যমে প্রকাশিত একটি খবরে পুতিন বলেন, আসছে মাসে, আমরা বেলারুশে ইস্কান্দার-এম ট্যাকটিক্যাল মিসাইল ব্যবস্থা পাঠাব। যেটি ব্যালাস্টিক বা ক্রুস মিসাইল ব্যবহার করতে পারে, এগুলোর সাধারণ এবং পারমাণবিক সংস্করণে।

বেলারুশে পারমাণবিক হেড বহনে সক্ষম মিসাইল পাঠানোর ঘোষণা দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জি-৭ জোটের নেতারা।

সোমবার জি-৭ নেতাদের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, আমরা রাশিয়ার প্রতি আহ্বান জানাচ্ছি দায়িত্বশীলভাবে আচরণ করতে এবং সংবরণ বজায় রাখতে। 

বিবৃতিতে জি-৭ নেতারা আরও বলেন, রাশিয়া বেলারুশে পারমাণবিক শক্তি সমৃদ্ধ মিসাইল পাঠাতে পারে এমন ঘোষণা দেওয়ায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি । 

জি-৭ জোটটি যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং যুক্তরাজ্য নিয়ে গঠিত। 

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY