মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
ফিফা আন্তর্জাতিক প্রীতি সিরিজের প্রথম খেলায় গোলের বন্য বইয়ে দেয় স্বাগতিক বাংলাদেশ। প্রথম ম্যাচে মালয়েশিয়া নারী দলকে ৬-০ গোলে উড়িয়ে দেন সাবিনা খাতুনরা।
রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করে সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা।
রোববার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ম্যাচটি গোলশূন্য ড্র হয়। তাতেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। দেশের মাটিতে অনুষ্ঠিত প্রথম ফিফা আন্তর্জাতিক প্রীতি সিরিজ জিতলেন সাবিনারা।
আগের ম্যাচে ৩২ মিনিটে হয়েছিল চার গোল। এর দুটিই কর্নার থেকে। সেট পিসই মূলত বাংলাদেশের প্রধান অস্ত্র। যে কারণে কাল মালয়েশিয়ানদের পরিকল্পনাজুড়ে ছিল সেট পিসে বাংলাদেশকে আটকানো। প্রথমার্ধে সফল অতিথিরা। ১১টি কর্নার পেয়েও গোল পায়নি গোলাম রব্বানী ছোটনের দল।
রোববার মালয়েশিয়া একাদশ চারটি পরিবর্তন নিয়ে খেলে। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামা বাংলাদেশ যথারীতি আক্রমণাত্মক ফুটবল খেলে। তবে মনিকা, মারিয়া, সানজিদা, কৃঞ্চা রানী সরকারদের বোঝাপড়া ঠিক প্রথম ম্যাচের মতো ছিল না।
বিশেষ করে মধ্যমাঠে মারিয়া মান্দার গতির দেখা এদিন মেলেনি। আর ফিনিশিং টাচে নড়বড়ে ছিলেন মাসুরা, স্বপ্নারা। মালয়েশিয়ার কোচ প্রথম ম্যাচের পর রক্ষণ নিয়ে কাজ করার কথা বলেছিলেন। এর প্রতিফলন মাঠে দেখা গেছে।
রোববার মালয়েশিয়া রক্ষণাত্মক কৌশল অবলম্বন করে। ম্যাচের শেষদিকে বাংলাদেশের ফুটবলারের ট্যাকেলে মালয়েশিয়ার এক ফুটবলার ব্যথা পান। এতে দুই দলের খেলোয়াড়দের মধ্যে তর্কাতর্কি হয়। দ্বিতীয়ার্ধেও কয়েকবার আক্রমণে গেছেন সাবিনারা। কিন্তু গোলের মুখ দেখা হয়নি তাদের। ফলে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।