জর্ডানে বিষাক্ত গ্যাস লিক হয়ে নিহত ১১, আহত ২৫০

জর্ডানের লোহিত সাগরের আকাবা বন্দরে বিষাক্ত ক্লোরিন গ্যাস লিক হয়ে ১১ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও অন্তত আড়াই শতাধিক মানুষ অসুস্থ হয়ে গেছে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রেনে করে সরানোর সময় যান্ত্রিক ত্রুটির ফলে রাসায়নিক ভর্তি কনটেইনারটি পড়ে যায়। এরপর লিক হয়ে ক্লোরিন গ্যাস বের হতে থাকে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, কনটেইনারটি শূন্যে উত্তোলন করা হচ্ছে। তারপর হঠাৎ করে এটি পড়ে গিয়ে গ্যাস বের হওয়া শুরু হয়।

স্থানীয় সময় সোমবারের এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জিবুতিতে রপ্তানি করা ২৫ টন ক্লোরিন গ্যাস ভর্তি একটি ট্যাংক পরিবহণের সময় ক্রেন থেকে পড়ে লিক হয়ে যায় এবং গ্যাস ছড়িয়ে পড়ে।

রাষ্ট্রীয় টেলিভিশনের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে দেখানো হয়েছে— একটি ট্যাংক ক্রেন থেকে জাহাজের ডেকে আছড়ে পড়ে হলুদ রঙের গ্যাস ছড়িয়ে পড়ছে।

দুর্ঘটনার পর ওই এলাকায় প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। অসুস্থ হয়ে পড়া লোকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় ২০০ জন।

স্থানীয় স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তারা বলেছেন, ঘটনাস্থল থেকে ২৫ কিলোমিটার দূরে আবাসিক এলাকার লোকজনদেরও বাড়ির ভেতরে থাকা দরকার এবং ঘরের দরজা-জানালা বন্ধ রাখা উচিত।
সূত্র: বিবিসি।

LEAVE A REPLY