ঋণ খেলাপি হওয়ার দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়া

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ

রাশিয়া তার বৈদেশিক ঋণের ক্ষেত্রে খেলাপি হওয়ার কথা প্রত্যাখ্যান করেছে। দেশটি বিনিয়োগকারীদের নগদ অর্থের জন্য পশ্চিমা আর্থিক এজেন্টদের কাছে যেতে বলছে। মস্কোর দাবি, ওই এজেন্টদের নগদ অর্থ দেওয়া হলেও বন্ডহোল্ডাররা তা পায়নি।

হোয়াইট হাউস সোমবার বলেছে, বিশ শতকের শুরুর দিকে বলশেভিক বিপ্লবের পর থেকে রাশিয়া প্রথমবারের মতো তার আন্তর্জাতিক বন্ডে খেলাপি হয়েছে।

এর কারণ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের কারণে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপিত হওয়ায় রাশিয়া বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
মার্কিন দাবি সত্যি হলে এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো বৈদেশিক ঋণে খেলাপি হলো রাশিয়া।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার সাংবাদিকদের বলেন, খেলাপি হওয়ার কথাটি একেবারেই অযৌক্তিক।   এসময় তিনি মে মাসে বৈদেশিক মুদ্রা কুপন পেমেন্টের দিকে ইঙ্গিত করেন।

পেসকভ বলেন, ‘ইউরোক্লিয়ার এই অর্থ আটকে রেখেছে বলে তা প্রাপকদের কাছে যায়নি। এটা আমাদের সমস্যা নয়। এই ধরনের পরিস্থিতিকে খেলাপি হওয়া বলার কোন ভিত্তি নেই। ’

ইউরোক্লিয়ার এ বিষয়ে মন্তব্যের জন্য বিবিসির অনুরোধের প্রতিক্রিয়া জানায়নি।

গত সপ্তাহ পর্যন্ত রাশিয়া তার ইউরোবন্ডে বৈদেশিক মুদ্রায় অর্থ প্রদান করে চলেছে। তবে মে মাসের ডলার এবং ইউরো কুপন চালান বিনিয়োগকারীদের কাছে পৌঁছায়নি।  
সূত্র: আলজাজিরা

LEAVE A REPLY