শুরু হচ্ছে ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সদস্যদের নিয়ে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল-২০২২’। আগামীকাল বৃহস্পতিবার শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে টেবিল টেনিস দিয়ে আসরের উদ্বোধন হবে।  আজ মঙ্গলবার পেশাদার ক্রীড়া সাংবাদিকদের ইনডোর স্পোর্টস কার্নিভালের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব জানানো হয়।

এবারের আসরে থাকছে সাতটি ডিসিপ্লিন―টিটি, ক্যারম, দাবা, সাঁতার, শ্যুটিং, আর্চারি, কলব্রিজ।

টেবিল টেনিস ও ক্যারমের জন্য একক ইভেন্টের পাশাপাশি দ্বৈত ইভেন্টও থাকছে। প্রতি ইভেন্টের চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় স্থান অধিকারীর জন্য থাকছে ট্রফি এবং আর্থিক পুরস্কার। সকল ইভেন্টের স্কোরের ভিত্তিতে সেরা খেলোয়াড়কে ‘দ্য বেস্ট’ ট্রফি পুরস্কার দেওয়া হবে।

আগামী ৩০ জুন ২০২২ টেবিল টেনিস ডিসিপ্লিন দিয়ে ‘ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল’ উদ্বোধন হবে। সপ্তাহব্যাপী গেমসের আর্চারি ও শ্যুটিং অনুষ্ঠিত হবে হকি স্টেডিয়ামে এবং সাঁতার অনুষ্ঠিত হবে আইভি রহমান সুইমিংপুলে। ক্যারম, দাবা ও কলব্রিজ অনুষ্ঠিত হবে বিএসজেএর নিজস্ব কার্যালয়ে (বঙ্গবন্ধু স্টেডিয়ামস্থ আইভি রহমান সুইমিংপুলের বিপরীত পাশে)। সকল ডিসিপ্লিনই স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরিচালিত হবে।

উল্লেখ্য, আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসজেএ সভাপতি কালের কণ্ঠের ক্রীড়া সম্পাদক এ টি এম সাইদুজ্জামান, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান পল্টু, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনিসহ সিনিয়র ক্রীড়া সাংবাদিকবৃন্দ।

LEAVE A REPLY