ইউক্রেনে রুশ হামলায় বেসামরিক মৃত্যু বাড়ছে

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় আজ বুধবার অন্তত তিনজন নিহত হয়েছে। ইউক্রেনের তরফ থেকে বলা হয়েছে, দু’দিন আগে একটি শপিংমলে রুশ হামলার ঘটনায় এখনো নিখোঁজদের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

মিকোলাই শহরে রাশিয়ার আক্রমণ অব্যাহত রয়েছে। সেখানে রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ভবন থেকে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।

তাদের ক্রেনের সাহায্যে উদ্ধার করেছে ইউক্রেনীয় বাহিনী।

আবাসিক ভবনের পাশে থাকা গাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসব গাড়ি ঠেলে সরিয়ে রেখেছে উদ্ধারকারীরা।

যদিও ইউক্রেনের ক্রেমেনচুকে শপিং সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা অস্বীকার করেছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপ রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি নিরাপত্তা পরিষদকে বলেছেন, ওই শপিং সেন্টারটিতে কোনো হামলা চালায়নি মস্কো।  

যদিও অঞ্চলটির গভর্নর সেখানে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ১৮ জন নিহতের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়ার নির্ভুল অস্ত্রগুলো পূর্ব দোনবাসে ইউক্রেনীয় বাহিনীর একটি স্থাপনায় হামলা চালিয়েছে। সেখানে যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে অস্ত্র ও গোলাবারুদের মজুত ছিল।

তিনি আরো বলেছেন, ঘটনাস্থল শপিং সেন্টারটি কিছুটা দূরে ছিল। কিন্তু গোলাবারুদের বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, যা পরে শপিং সেন্টারে ছড়িয়ে পড়ে।
সূত্র: রয়টার্স।

LEAVE A REPLY