রাশিয়া ন্যাটোর সবচেয়ে বড় হুমকি

সামরিক জোট ন্যাটো রাশিয়াকে সবচেয়ে বড় হুমকি মনে করে। 

বিশ্বের বৃহত্তম সামরিক জোটটির মতে, ন্যাটোভুক্ত দেশগুলোর শান্তি এবং শৃঙ্খলা বিনষ্ট করার ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকি হলো রাশিয়া। 

নিজেদের তৈরি করা একটি রিপোর্টে এমন কথা উল্লেখ করেছে ন্যাটো। 

ন্যাটোর কার্যকারিত এবং উদ্দেশ্যের বিষয়টিও এ রিপোর্টে পুনরায় নিশ্চিত করা হয়েছে।

৩০ সদস্যের ন্যাটো জোট থেকে বলা হয়েছে রাশিয়া গুরুত্বপূর্ণ বন্ধুর বদলে এখন হুমকিতে পরিণত হয়েছে।

এদিকে ন্যাটো নেতারা কথা দিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে রাজনৈতিক এবং বাস্তবিক সহায়তা দেবেন তারা। 

মঙ্গলবার স্পেনের মাদ্রিদে শুরু হয় ন্যাটোর তিন দিনের সামিট। ৩০টি দেশের নেতারা সামিটে যোগ দিতে মিলিত হন। 

এখন পর্যন্ত ন্যাটো সামিটে সবচেয়ে বড় যে সিদ্ধান্তটি এসেছে সেটি হলো, তুরস্ক ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি থেকে নিজেদের ভেটো তুলে নিয়েছে।

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY