এবার পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্কের নতুন উপমা দিল রাশিয়া

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ শুরুর পর থেকেই পশ্চিমা বিশ্বের সঙ্গে মস্কোর সম্পর্ক তলানিতে ঠেকেছে। এরই মধ্যে পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক নিয়ে ‘লোহার পর্দা’ উপমা ব্যবহার করল রাশিয়া। বার্তা সংস্থা এএফপি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বৃহস্পতিবার বলেন, রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে একটি নতুন ‘লোহার পর্দা’ নেমে আসছে।

এক সংবাদ সম্মেলনে পশ্চিমা দেশগুলোর বিষয়ে লাভরভ বলেন, ‘এটি কার্যত ইতোমধ্যেই কার্যকর হয়েছে। তাদের শুধু সাবধানে আচরণ করতে দিন।’

প্রসঙ্গত, ইউক্রেনে কয়েক হাজার সৈন্য পাঠানোর ব্যাপারে রাশিয়ার সিদ্ধান্ত ইউরোপের বৈদেশিক, প্রতিরক্ষা ও নিরাপত্তা নীতির পরিবর্তন ঘটিয়েছে। রাশিয়ার এই সিদ্ধান্ত মহাদেশ জুড়ে রুশবিরোধী মনোভাব সৃষ্টি করেছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। 

LEAVE A REPLY