হস্তান্তরের বার্ষিকী উপলক্ষে হংকংয়ে শি চিনপিং

হংকংয়ে পৌছবার পর বক্তব্য দেন শি চিন পিং–ছবি: এএফপি

সাবেক ব্রিটিশ উপনিবেশ হংকং বেইজিংয়ের শাসনে ফিরে আসার ২৫ বছর পূর্তি উপলক্ষে চীনা প্রেসিডেন্ট শি চিনপিং সেখানে গিয়েছেন। প্রায় আড়াই বছর আগে করোনা মহামারি শুরু হওয়ার পর চীনের মূল ভূখণ্ডের বাইরে এটাই তার প্রথম সফর।

প্রেসিডেন্ট শি চিনপিং এ উপলক্ষে বলেছেন, হংকং বেশ কয়েকটি চ্যালেঞ্জের পরে ‘ছাই থেকে উঠে এসেছে’।

২০১৯-২০ সালের গণতন্ত্রপন্থী বিক্ষোভের পর চীন এই বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ নিয়েছিল।

সমালোচকদের অভিযোগ, যুক্তরাজ্যের অধীনে দীর্ঘদিন পশ্চিমা গণতান্ত্রিক কায়দায় শাসিত হংকংয়ের স্বাধীনতাকে চীন গুঁড়িয়ে দিয়েছে।

শি চিন পিং উচ্চগতির ট্রেনে হংকং যান। শিক্ষার্থীরা চীন এবং হংকংয়ের পতাকা নেড়ে তাকে স্টেশনে স্বাগত জানায়।

অনুষ্ঠানস্থল হংকংয়ের কনভেনশন সেন্টারের চারপাশে কঠোর নিরাপত্তাব্যবস্থা রয়েছে। রাস্তা বন্ধ এবং ওপরে আকাশেও নো-ফ্লাই জোন বহাল।

 হংকংয়ের বিদায়ী প্রধান নির্বাহী ক্যারি লাম তার শেষ দিনটি কভিড কোয়ারেন্টিনে কাটাচ্ছেন। তিনি শি চিন পিংয়ের সঙ্গে সশরীরে দেখাও করবেন।

যুক্তরাজ্য থেকে হস্তান্তরের আগে চীন বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে ৫০ বছরের জন্য সেখানকার গণতান্ত্রিক ব্যবস্থা বহাল রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে ২০২০ সালে প্রবর্তিত কঠোর নতুন আইন অঞ্চলটিতে চীন সরকারের সমালোচনাকে স্তব্ধ করে দিয়েছে।

বেইজিংয়ের সরকার হংকংয়ের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনে ভেটো দিতে পারে। গণতন্ত্রপন্থী শক্তিগুলো রাজনৈতিক সংস্কারের ধীরগতিতে হতাশ। সূত্র : বিবিসি।

LEAVE A REPLY