প্রতীকী ছবিঅ
পাকিস্তানে বিদ্যুৎ সংকট প্রকট আকার ধারণ করেছে। দেশটির টেলিকম অপারেটররা তাদের মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করার বিষয়ে সতর্ক করে দিয়েছে।
পাকিস্তানের ন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি বোর্ড (এনআইবিটি) এক টুইট বার্তায় জানিয়েছে, দেশব্যাপী ঘণ্টার পর ঘণ্টা ধরে বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করার বিষয়ে সতর্ক করেছে পাকিস্তানের টেলিকম অপারেটররা। বিদ্যুতের এই বিভ্রাট তাদের কার্যক্রম পরিচালনায় নানা সমস্যা ও বাধার সৃষ্টি করছে।
এর আগে সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সতর্ক করে বলেছেন, জুলাই মাসে সমগ্র পাকিস্তান আরো বেশি লোডশেডিংয়ের সম্মুখীন হতে পারে।
তিনি বলেছেন, পাকিস্তান প্রয়োজনীয় পরিমাণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ পাচ্ছে না। তবে তা হাতে পেতে ইসলামাবেদর এই জোট সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পাকিস্তানে বর্তমানে তাপপ্রবাহ চলছে। সে কারণে চাহিদা বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদনের জন্য এলএনজি কিনতে কার্যত সংগ্রম করছে পাকিস্তান সরকার।
জুলাই মাসের জন্য প্রাকৃতিক গ্যাস সরবরাহের চুক্তিতে সম্মত না হওয়ার পর পাকিস্তানে বিদ্যুৎ সংকট ক্রমেই বাড়ছে। মূলত উচ্চ মূল্য এবং কম অংশগ্রহণের কারণে জুলাইয়ের দরপত্র বাতিল করা হয়। অবশ্য লোডশেডিং তথা বিদ্যুৎ সংকট মোকাবিলায় পাকিস্তানি কর্তৃপক্ষ ইতোমধ্যেই নানা পদক্ষেপ নিয়েছে।
সূত্র: এনডিটিভি।
TECH NEWS UPDATE || BY NITB
Telecom operators in Pakistan have warned about shutting down mobile and internet services due to long hours power outages nationwide, as the interruption is causing issues and hinderance in their operations.
Stay tuned for more information.pic.twitter.com/CA1d4gx7xa— National Information Technology Board (