ঢাবিতে র‌্যাগ-ডে’র পরিবর্তে হবে শিক্ষা সমাপনী উৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন থেকে র‌্যাগ-ডে’র পরিবর্তে শিক্ষা সমাপনী উৎসব পালন করতে হবে। গত বুধবার সন্ধ্যায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে কালের কণ্ঠকে নিশ্চিত করেছে একাধিক সিন্ডিকেট সদস্য।

সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক এবং ছাত্র উপদেষ্টা নিজ নিজ শিক্ষার্থীদের সাথে সভা করে এ উৎসবের কর্মসূচি চূড়ান্ত করবেন। শিক্ষা সমাপনী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান স্ব স্ব বিভাগ/ইনস্টিটিউটের ভবন চত্বরে আয়োজন করা যাবে।

পথচারীদের চলাচল স্বাভাবিক রেখে ছাত্র-শিক্ষক কেন্দ্রে সমাবেত হয়ে শিক্ষার্থীরা র‌্যালি করতে পারবে।  

ক্লাস চলাকালীন উচ্চস্বরে বাদ্য-বাজনা পরিহার করতে হবে। শিক্ষা সমাপনী উৎসবের দিন রাত ১০টার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ থেকে শিক্ষার্থীদের বিরত থাকতে হবে।

LEAVE A REPLY