মাঝ আকাশে বিমানে আগুন, আতঙ্কে জরুরি অবতরণ

ভারতের দিল্লি থেকে জব্বলপুরগামী বিমানের জরুরি অবতরণ করা হয়েছে। মাঝ আকাশে আগুন আতঙ্কে বিমানটি অবতরণ করানো হয়। বিমান সেই সময় ছিল পাঁচ হাজার ফুট উঁচুতে।  

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, শনিবার সকালে বিমানের কেবিনে ধোঁয়া দেখতে পান ক্রু সদস্যরা।

সে সময় মাটি থেকে বিমানটির উচ্চতা ছিল প্রায় পাঁচ হাজার ফুট উঁচুতে।  

এরপর দিল্লি-জব্বলপুরগামী বিমানটিকে ফিরিয়ে আনা হয়। এটি নিরাপদেই দিল্লিতে অবতরণ করতে সক্ষম হয়েছে। যাত্রীরাও সুস্থ আছেন বলে নিশ্চিত করা হয়েছে।

মাত্র ১৫ দিন আগে দিল্লিগামী স্পাইস জেটের একটি বিমানে আগুন লাগার ঘটনা ঘটে। কিন্তু ওই সময় বিমানটি অল্পের জন্য রক্ষা পায় এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  

পাটনার জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দরের কাছে জরুরি অবতরণ করেছিল ওই বিমানটি। সে সময় ওই বিমানে ১৮৫ জন আরোহী ছিল। সবাইকে নিরাপদেই সরিয়ে নেয়া সম্ভব হয়েছে।
সূত্র: এএনআই

LEAVE A REPLY