দ্বিতীয় ম্যাচে আমাদের আরো উন্নতি হবে : ডমিঙ্গো

ফাইল ছবি

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হানা দিয়েছিল বৃষ্টি। দুইবার ওভার কর্তনের পরও ম্যাচের প্রথম ইনিংসই শেষ করা সম্ভব হয়নি। তাই ম্যাচটি হয়েছে পরিত্যক্ত। ম্যাচের পর সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো।

ম্যাচে টসে হেরে আগে ব্যাটিং করেছিল বাংলাদেশ। ১৪ ওভারের ম্যাচে ১৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর যখন ৮ উইকেটে ১০৫, তখনই বৃষ্টি আসে। এরপর আর খেলা শুরু করা সম্ভব হয়নি, ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ম্যাচ শেষে ডমিঙ্গো বলেন, ‘আগে বোলিং করতে পারলে ভালো হতো। টসে হেরেছি, এটা খেলারই অংশ। আমি নিশ্চিত, দ্বিতীয় ম্যাচে আমাদের আরো উন্নতি হবে। কারণ কয়েকজন খেলোয়াড় খেলার বাইরে ছিল বেশ কয়েক সপ্তাহ। তারা বিবর্ন ছিল আজ। ’

হেড কোচের মতে বাংলাদেশের শুরুটা ভালই ছিল, ‘দেখুন, ৪৫ রানেও আমাদের দুই উইকেট ছিল। ভালো শুরুই বলব এটাকে। কিন্তু এরপর অনেক বাজে ব্যাটিং হয়েছে আমাদের। পরের ম্যাচেই ছেলেরা ফিরে আসবে বলে আমার বিশ্বাস। ফেরিতে দেরি করে এসেছিলাম, এখানে এসেও অনুশীলন করতে পারিনি। এটা আমাদের ছন্দ কেটে দিয়েছে। তাই আমরা খুবই ভাগ্যবান যে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। তবে আমরা ব্যাটিংয়ের কিছুটা সুযোগ পেয়েছি। ’

১৬ বলে ২৫ রান করা নুরুল হাসান সোহানের প্রশংসা করেছেন হেড কোচ, ‘সাকিব ভুল সময়ে আউট হয়ে গেছে। ওর কাছ থেকে আমাদের বড় স্কোর দরকার ছিল। সোহানও এই ফরম্যাটে ভালো। ও বিগ হিটার, শক্তিশালী ব্যাটসম্যান। কিন্তু সেও ভুল করে আউট হলো। তার জন্য এটা শেখার একটা দিন। তবে তাকে ফর্মে দেখে ভালো লাগছে। ’ 

LEAVE A REPLY