চলমান উত্তেজনার মধ্যে রোববার বুলগেরিয়া থেকে রাশিয়ার কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে আসার জন্য দুটি রুশ বিমান প্রস্তুত রয়েছে বলে বুলগেরিয়ায় নিযুক্ত এক রুশ কূটনীতিক জানিয়েছেন। বার্তা সংস্থা এপি রোববাব এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ফিলিপ ভসক্রেসেনস্কি নামে উচ্চ পদস্থ ওই রুশ কূটনীতিক বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, গত সপ্তাহে বহিষ্কৃত ৭০ জন রুশ দূতাবাসের কর্মীদের মধ্যে তিনিও ছিলেন। সোমবারের আগেই তাদের বুলগেরিয়া ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
রুশ কূটনীতিকদের বহিষ্কারের এই সিদ্ধান্ত বুলগেরিয়ার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী কিরিল পেটকভ ঘোষণা করেছিলেন। ইউক্রেন আক্রমণ করার পর রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বুলগেরিয়া।
এদিকে, বুলগেরিয়ার সরকার সোফিয়ায় রাশিয়ার কূটনৈতিক মিশন পরিচালনার সম্ভাবনা কার্যত শূন্যে নামিয়ে এনেছেন বলে রোববার মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।
এর আগে রুশ দূতাবাসের ৭০ জন কূটনীতিকতে বহিষ্কারের পর রাশিয়ার পক্ষ থেকে বুলগেরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দেওয়া হয়।
তবে রাশিয়ার এমন হুমকির কড়া সমালোচনা করেছিল ইউরোপীয় ইউনিয়ন।
ইউরোপের শক্তিশালী এ বাণিজ্যিক ও রাজনৈতিক জোটটির পক্ষ থেকে বলা হয়েছে, বুলগেরিয়া আন্তর্জাতিক আইন মেনেই রুশ কূটনীতিকদের বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে। যাদের বহিষ্কার করা হয়েছে তারা আন্তর্জাতিক চুক্তি ভঙ্গ করছিল।
ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন এমন পরিস্থিতিতে বুলগেরিয়ার সঙ্গে আছে এবং বিষয়টি তারা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করবে।
এদিকে বৃহস্পতিবার বুলগেরিয়ার বিদায়ী প্রধানমন্ত্রী রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন, রাশিয়া বুলগেরিয়ায় তাদের দূতাবাস বন্ধ করার যে হুমকি দিয়েছে সেটি থেকে যেন তারা সরে আসে।