পূর্ব ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লিসিচানস্ক শহর নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া। রবিবার মস্কো এই দাবি করে।
ইউক্রেনের পূর্বাঞ্চলের লুহানস্কের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় এই শহরটি দখল রাশিয়ার জন্য বেশ বড় অগ্রগতি হিসেবে চিহ্নিত হবে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সেভেরোদনেৎস্কর প্রতিবেশী শহর লিসিচানস্ক।
লুহানৎস্ক এলাকায় ইউক্রেনের হাতে থাকা সর্বশেষ শহর এটি। সেভেরোদনেৎস্ক শহরটি গত সপ্তাহে রুশ বাহিনী দখল করে নেয়। এ দুই শহরের মাঝে একটি নদী রয়েছে। তবে লিসিচানস্ক শহরের পতন হওয়ার কথা ইউক্রেনের পক্ষ থেকে স্বীকার করা হয়নি।
রুশ সংবাদমাধ্যমে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘সের্গেই শোইগু (রুশ প্রতিরক্ষামন্ত্রী) রুশ সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ ভ্লাদিমির পুতিনকে গণপ্রজাতন্ত্রী লুহানেস্কর স্বাধীনতার বিষয়টি অবহিত করেছেন। ’ এর একটু আগেই রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র দাবি করেন, লিসিচানস্কে লড়াই চলছে এবং ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলা হয়েছে।
সূত্র : এএফপি