সিডনিতে ব্যাপক বন্যায় ঘর ছাড়ছে লাখো মানুষ

প্রবল বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যায় অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনির লাখো মানুষকে বাড়ি ছেড়ে সরে যেতে বলা হয়েছে। শহরের অনেক রাস্তাঘাট এরই মধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শীঘ্রই আরো সতর্কতা আসছে বলে জানা গেছে।

নিউ সাউথ ওয়েলস প্রদেশের জরুরি সেবা বিষয়ক মন্ত্রী স্টেফানি কুক বলেন, ‘এটি জীবনের জন্য হুমকিস্বরূপ জরুরি অবস্থা।

’ বন্যাকবলিত এলাকাটিতে মার্চ মাসেও আকস্মিক বন্যা দেখা দিয়েছিল। সেবার প্রাণ হারিয়েছিল ২০ জন।

স্টেফানি কুক বলেন, ‘আমরা এবার বিপদের মুখে রয়েছি একাধিক দিক থেকে―আকস্মিক বন্যা, নদীর বন্যা এবং উপকূলীয় ভাঙন। ’ দেশটির আবহাওয়া মন্ত্রণালয় জানিয়েছে, কিছু অঞ্চলে ৩৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। এতে নিপিয়ান নদীতীরবর্তী অঞ্চলে বন্যার ঝুঁকি দেখা দিয়েছে।

সিডনির প্রধান বাঁধ থেকেও পানি উপচে পড়তে শুরু করেছে, যা কর্তৃপক্ষের জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি দ্রুত বিরূপ অবস্থার দিকে মোড় নিচ্ছে বলে সতর্ক করেছেন জরুরি সেবা বিষয়ক মন্ত্রী কুক। তিনি বলেছেন, মানুষকে ‘অল্প সময়ের নোটিশে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে’ হবে।

জানা গেছে, শুধু রবিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় বন্যাকবলিত এলাকায় ৮৩টি উদ্ধারকাজ পরিচালনা করতে হয়েছে জরুরি সেবা বিভাগকে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে অস্ট্রেলিয়ার বন্যা পরিস্থিতি আরো প্রতিকূল হয়েছে।

সূত্র : বিবিসি

LEAVE A REPLY