ডিভোর্সের ৫ বছর পর আবার এক হলেন রাহুল-প্রিয়াঙ্কা!

নির্মাতা রাজ চক্রবর্তীর হাত ধরে ২০০৮ সালে নায়ক-নায়িকা টলিউডে আত্মপ্রকাশ করেন রাহুল ব্যানার্জি ও প্রিয়াঙ্কা সরকার।সিনেমার নাম ‘চিরদিনই তুমি যে আমার’। মুক্তির পর পশ্চিমবঙ্গজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় সিনেমাটি। 

একসঙ্গে কাজ করতে গিয়ে একে-অপরকে ভালোবেসে ফেলেন রাহুল ও প্রিয়াঙ্কা। সেই ভালোবাসা গড়ায় বিয়েতে। ২০১০ সালে তারা বিয়ে করেন। সংসারও চলে সুখে। সেই সংসার আলো করে আসে পুত্র সন্তান সহজ।কিন্তু বিয়ের সাত বছরের মাথায় ২০১৭ সালে বিবাহবিচ্ছেদ হয় রাহুল ও প্রিয়াঙ্কার।

এদিকে বিচ্ছেদের ৫ বছর পর আবারও এক হলেন রাহুল-প্রিয়াঙ্কা। অতীতের তিক্ততা ভুলে সন্তানকে মাঝে বসিয়ে হাসিমুখে ক্যামেরাবন্দি হয়েছেন প্রাক্তন দম্পতি। ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করে রাহুল লিখেছেন, ‘নতুন সূচনা’।

তাহলে কি ফের এক ছাদের নিচে আসছেন রাহুল-প্রিয়াঙ্কা? উত্তরটা এখনই বলা মুশকিল। তাদের এই এক হওয়া আপাতত একটি সিনেমার জন্য।সিনেমার নাম ‘কলকাতা ৯৬’। সিনেমাটি পরিচালনা করছেন রাহুল। আর বাবার পরিচালিত ছবিতে অভিনয় করতে চলেছেন ছেলে সহজ। টালিগঞ্জের সফল অভিনেতা হলেও, এই প্রথমবার পরিচালনা করতে চলেছেন রাহুল।

ভারতীয় গণমাধ্যমকে রাহুল বলেন, আমি সহজকে নিজের ছবিতে সাইন করিয়েছি। এটাই আসলে নতুন বিগিনিং। সহজ তো ভীষণ খুশি। আর প্রিয়াঙ্কাও বেশ খুশি হয়েছে। তবে এই সিনেমায় পিয়াঙ্কাকে দেখা যাবে না বলেল জানান রাহুল।

LEAVE A REPLY