ডেনমার্কে শপিংমলে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

ডেনমার্কের রাজধানী কোপেনেহেগেনের একটি শপিমলে একজন বন্দুকধারীর গুলিতে তিন জনের প্রাণ গেছে। রবিবারের এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন।  

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, মানুষ শপিংমলের ভেতরে ছোটাছুটি করছে।

ভারী অস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ২২ বছরের এক ডেনিশ নাগরিককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। তবে ঠিক কী কারণে তিনি ঘটনাটি ঘটিয়েছেন, তা এখনও পরিষ্কার নয়। এ ঘটনায় সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতা উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

প্রত্যক্ষদর্শী এমিলি জেপেসেন বলেন, হঠাৎ করেই চারপাশে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আরেক প্রত্যক্ষদর্শী মাহদি আল-ওয়াজনি বলেন, হামলাকারী একটি ‘হান্টিং রাইফেল’ বহন করছিল।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেলেকসন। তিনি বলেছেন, ডেনমার্ক একটি নির্দয় হামলার শিকার হয়েছে। ০০

সূত্র: বিবিসি।

LEAVE A REPLY