উজবেকিস্তানে সহিংস বিক্ষোভে ১৮ জন নিহত

উজবেকিস্তানের কারাকালপাকস্তান অঞ্চলে সহিংস বিক্ষোভের জেরে অন্তত ১৮ জন প্রাণ হারিয়েছে। অঞ্চলটির স্বায়ত্তশাসন সীমিত করার পরিকল্পনায় গত সপ্তাহে সহিংস প্রতিবাদ শুরু হয়।

রাষ্ট্রীয় কৌঁসুলিরা বলেছেন, দুই শরও বেশি লোক আহত হয়েছে। তবে কর্মকর্তারা বলছিলেন, হাজার হাজার লোককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কেন্দ্রীয় সরকার কারাকালপাকস্তান অঞ্চলের বিচ্ছিন্ন হওয়ার অধিকার খর্ব করার পরিকল্পনা নিয়েছিল। এর বিরুদ্ধে জনগণ প্রতিবাদ করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।

প্রেসিডেন্ট শাভকাত মির্জিওইয়েভ এখন বলছেন, ওই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে না। প্রতিবাদ বিক্ষোভের জেরে মির্জিওইয়েভ গত সপ্তাহান্তে দুইবার অঞ্চলটি সফর করেছেন। উজবেকিস্তানে এ ধরনের সহিংস বিক্ষোভ বিরল।

২০ লাখেরও কম অধিবাসীর ভূখণ্ড কারাকালপাকস্তানে এক মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এটি আরাল সাগরের কাছের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, যার বেশির ভাগ মরুভূমি। তিন কোটি ২০ লাখ জনসংখ্যার মধ্য এশীয় দেশ উজবেকিস্তানের কর্তৃত্ববাদী শাসনের দীর্ঘ ইতিহাস রয়েছে।

ন্যাশনাল গার্ড বাহিনীর মতে, আঞ্চলিক রাজধানী নুকুসে শুক্র ও শনিবার বিশৃঙ্খলার পর ৫১৬ জনকে আটক করা হয়েছিল।  তবে পরে অনেককে ছেড়ে দেওয়া হয়েছে। কৌঁসুলিরা আরো বলেন, স্থানীয় বিমানবন্দরে সশস্ত্র হামলা হয়েছে।  

সূত্র : বিবিসি

LEAVE A REPLY