‘কোহলির কোন রেকর্ড ভাঙলাম?’ সাংবাদিককে প্রশ্ন বাবরের

বর্তমানে বিশ্বক্রিকেটে সেরা দুই ব্যাটার ভারতের বিরাট কোহলি এবং পাকিস্তানের বাবর আজম। অনেক আগে থেকেই বাবরকে কোহলির সঙ্গে তুলনা করা হয়। এতে বাবরের কোনো আপত্তি নেই। সাম্প্রতিক ফর্ম নিঃসন্দেহে বাবর আজমকে এগিয়ে রেখেছে।

আর কোহলি বেশ কিছুদিন ধরেই রান পাচ্ছেন না। ইংল্যান্ডের বিপক্ষে চলতি এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ১১ ও দ্বিতীয় ইনিংসে ২০ রান করেছেন। তিনি দলকে একেবারেই ভরসা দিতে পারছেন না।

অন্যদিকে অসাধারণ ফর্মে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তিনি এবার আইসিসি ব়্যাংকিং কোহলিকে ছাড়িয়ে গেছেন। সেই সঙ্গে কোহলির একটি রেকর্ডও ভেঙে দিয়েছেন বাবর। কোহলি ১,০১৩ দিন আইসিসি টি-টোয়েন্টি ব়্যাংকিংয়ে ব্যাটারদের মধ্যে ১ নম্বরে ছিলেন। কিন্তু এই মুহূর্তে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে সবচেয়ে বেশি দিন ১ নম্বরে থাকার রেকর্ড নিজের করে নিয়েছেন বাবর। কোহলি যেভাবে পিছিয়ে পড়ছেন, তাতে বাবর আরো অনেক রেকর্ডই ভেঙে দিতে পারেন।

কিন্তু বাবর কি রেকর্ড নিয়ে ভাবেন? মনে তো হয় না। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে এক সংবাদ সম্মেলনে বাবরকে কোহলির রেকর্ড ভাঙার কথা মনে করিয়ে দেন এক সাংবাদিক। তিনি বলেন, ‘আমার দুটো প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হলো, আপনি সম্প্রতি কোহলির রেকর্ড ভেঙে দিয়েছেন…’। তখন তাকে থামিয়ে দিয়ে বাবর পাল্টা প্রশ্ন করেন, ‘কোন রেকর্ড ভাঙলাম?’ এরপর ওই সাংবাদিক বলেন, ‘আপনিই সবচেয়ে বেশি দিন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ব়্যাংকিংয়ের শীর্ষে। ‘

সাংবাদিকের জবাব শুনে বাবর বলেন, ‘আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে চাই। আমি কঠোর পরিশ্রম করেছি। সে কারণেই ভালো পারফরম্যান্স সম্ভব হয়েছে। ‘ সম্প্রতি কোহলির আরো একটি রেকর্ডও ভেঙে দিয়েছেন বাবর। তিনি পাকিস্তানের অধিনায়ক হওয়ার পর থেকে ওয়ানডেতে এক হাজারেরও বেশি রান করে ফেলেছেন মাত্র ১৪ ইনিংসে।  ভারতের অধিনায়ক হওয়ার পর ওয়ানডেতে এক হাজার রান করতে কোহলির লেগেছিল ১৭ ইনিংস।

LEAVE A REPLY