যে কারণে কলকাতায় ঈদ করবেন ফারিয়া

ঈদের আর মাত্র ৪ দিন বাকি। এবারের ঈদ দেশেই কাটানোর ইচ্ছে ছিল জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার। কিন্তু সেই আর হচ্ছে না। বছরের বিশেষ দিনে পরিবার-পরিজন ছেড়ে তাকে থাকতে হচ্ছে বিদেশের মাটিতে। 

ফারিয়া নিজেই গণমাধ্যমকে এ খবর জানিয়েছেন। 

ফারিয়া বলেন, দেশেই ঈদ করব ভেবেছিলাম। কিন্তু শেষ মুহূর্তে জানতে পারি কলকাতায় আমার শুটিং ইউনিট প্রস্তুত। তাই সেখানেই শুটিংয়ে অংশ নিয়েছি। আগামী ১৬ জুলাই পর্যন্ত শুটিং করব। 

কলকাতার নির্মাতা রাজা চন্দর ‘ভয়’ নামক একটি সিনেমায় যুক্ত হয়েছেন ফারিয়া। এতে তার বিপরীতে রয়েছেন অঙ্কুশ হাজরা। এর আগে বিহার ও কলকাতায় সিনেমাটির দৃশ্যধারণ করা হয়েছে। 

এবার ঈদের ‘বিবাহ অভিযান-২’ নামে কলকাতার আরও একটি ছবির শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল ফারিয়ার। ব্যাংককে এই সিনেমাটির দৃশ্যধারণের কথা ছিল। কিন্তু রাজনৈতিক জটিলতার কারণে সিনেমাটির কাজ আর এগোয়নি।

LEAVE A REPLY