‘ইরানের অস্ত্র পরিবহণ’ ঠেকাতে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণা

মধ্যপ্রাচ্যের সমুদ্র সীমানা দিয়ে যাওয়া অবৈধ অস্ত্রের চালান ও মাদকের ব্যাপারে যদি কেউ কোনো তথ্য দেয় তাহলে তাকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের নৌ বাহিনী।

নৌ বাহিনীর সেন্ট্রাল কমান্ড, যেটির সদর দপ্তর বাহরাইনে, এমন ঘোষণা দিয়েছে। 

যুক্তরাষ্ট্রের নৌ বাহিনীর সেন্ট্রাল কমান্ড সুয়েজ খাল ও হরমুজ প্রণালীতে তাদের অভিযান পরিচালনা করে। 

তারা জানিয়েছে, কেউ তথ্য দিতে পারলে নগদ টাকা, নৌকা বা যন্ত্রপাতি বা খাদ্য পণ্য দেওয়া হবে। 

এদিকে যুক্তরাষ্ট্রের নৌ বাহিনী স্পষ্ট করে জানায়নি কোন দেশের নাগরিকরা তথ্য দিয়ে পুরস্কার পেতে পারবেন। 

তবে ইরানের অস্ত্র ঠেকাতেই এমন উদ্যোগ নিয়েছে তারা। ইরান তার মিত্র ইয়েমেন, সিরিয়া এবং লেবাননে অবৈধভাবে অস্ত্র পাঠায়। 

আর যুক্তরাষ্ট্রের নৌ বাহিনী এমন পুরস্কার ঘোষণা দেওয়ায় ইরান তাদের মিত্রদের কাছে অস্ত্র পাঠাতে ঝামেলায় পড়বে। 

সূত্র: আল আরাবিয়া

LEAVE A REPLY