অগ্নিপথ প্রকল্প ঘিরে ভারতে বিতর্ক এখনো চলছে। তার মধ্যেই বিমানবাহিনী টুইট করে জানিয়েছে, অগ্নিপথ প্রকল্পে বিমানসেনায় যোগ দিতে চেয়ে আবেদন পড়েছে প্রায় সাড়ে সাত লাখ; যা রেকর্ড।
পরশু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কনসালটেটিভ কমিটির বৈঠক রয়েছে। মূলত অগ্নিপথ প্রকল্প নিয়ে হওয়া ওই বৈঠকে থাকছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
গত মাসে অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করেছিল ভারতের কেন্দ্রীয় সরকার। মাত্র চার বছরের জন্য চুক্তিভিত্তিক ওই সেনা নিয়োগের বিরুদ্ধে পথে নামেন ভারতের যুব সমাজের একাংশ।
বিরোধীরাও ওই প্রকল্প প্রত্যাহারের দাবিতে সরব হন। যুব সমাজের বিরোধিতা লাগাতার চলতে থাকায় নির্দিষ্ট সময়ের আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেওয়ার জন্য তিন বাহিনীকে নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার।
এর মধ্যে গত ২৪ জুন থেকে শুরু হয়ে গত ৫ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করার সময়সীমা ছিল বিমানসেনায়। গতকাল বিমানসেনা টুইট করে জানিয়েছে, ওই সময়ে অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে বিমানসেনায় যোগ দিতে চেয়ে আবেদন জমা পড়েছে সাত লাখ ৪৯ হাজার ৮৯৯টি; যা সর্বকালীন রেকর্ড। অতীতে সব চেয়ে বেশি আবেদন জমা পড়েছিল ছয় লাখ ৩১ গাজার ৫২৮টি।
বিমানসেনায় যোগ দেওয়ার ওই সংখ্যা স্বাভাবিকভাবেই আগামী শুক্রবারের সংসদীয় কমিটির বৈঠকের আগে স্বস্তিতে রাখবে কেন্দ্রীয় সরকারকে। ২৪ সদস্যের ওই কমিটিতে রয়েছেন বিরোধী শিবিরের মল্লিকার্জুন, অধীর চৌধুরী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মণীশ তিওয়ারি, ফারুক আবদুল্লার মতো পোড়খাওয়া নেতারা।
আসন্ন সংসদ অধিবেশনে ওই নীতি প্রত্যাহারের দাবিতে সরব হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিরোধীরা। সংসদীয় বৈঠকেও সরকারকে চেপে ধরার পরিকল্পনা নিয়েছেন সৌগত-সুদীপ-সহ অন্য বিরোধী দলের নেতারাও। অন্য দিকে কেন্দ্রের বক্তব্য, সংসদীয় কমিটির বৈঠকে সরকারের পক্ষ থেকে সেই বিষয়গুলো স্পষ্ট করা হলে বিরোধীদের ধোঁয়াশা কেটে যাবে। আগামী দিনে অগ্নিপথ নিয়ে বিরোধীদের সমর্থন পাবে শাসক শিবির।
সূত্র: আনন্দবাজার।