দলীয় প্রধানের পদ ছাড়লেন বরিস জনসন

পদত্যাগের ঘোষণা দিচ্ছেন বরিস জনসন

ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি প্রধানের পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১২ টার দিকে প্রথামত ১০ নম্বর ডাউনিং স্ট্রিট কার্যালয়ের সামনে দাঁড়িয়ে তিনি এই ঘোষণা দেন।

পদত্যাগের ঘোষণা দিয়ে বরিস জনসন বলেন, ‘আমি আপনাদের বলতে চাই, বিশ্বের সবচেয়ে সেরা কাজটি ছাড়ার সিদ্ধান্তে আমি কতটা কতটা দুঃখিত বোধ করছি। ’

জনসন বলেন, ‘এটা স্পষ্ট যে কনজারভেটিভ পার্টির পার্লামেন্ট সদস্যরা একজন নতুন নেতা তথা নতুন প্রধানমন্ত্রী চান।

জনসন আরো বলেন, এখন দলীয় নেতা নির্বাচনের কাজ শুরু হবে। আগামী সপ্তাহে তার সময়সূচি ঘোষণা করা হবে। …আমি দায়িত্বপালনের জন্য একটি ক্যাবিনেট নিয়োগ দিয়েছি। আর আগামী নেতা আসার আগ পর্যন্ত তাদের মতোই আমি কাজ করে যাবো। ’ সূত্র: বিবিসি

LEAVE A REPLY