দরজা ভেঙে দোকানে কুরবানির গরু, অতঃপর…

বগুড়ায় হাট থেকে কেনা ষাঁড় হঠাৎ ছুটে গিয়ে গ্লাসের দরজা ভেঙে দোকানে ঢুকে লাফালাফি করায় দোকানির ব্যাপক ক্ষতি হয়েছে। বুধবার রাতে শহরের ধরমপুর বাজার এলাকায় জাফরিন কালেকশন নামে একটি দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বগুড়া শহরের ধরমপুর এলাকার রিন্টু মিয়া ও রত্না খাতুন দম্পতির বাড়ির কাছেই ধরমপুর বাজারে জাফরিন কালেকশন নামে প্রসাধন সামগ্রীর দোকান রয়েছে। বুধবার রাত সাড়ে ৭টার দিকে রত্না খাতুন ও সীমা নামে এক কর্মচারী দোকানে ছিলেন। এ সময় বিকট শব্দে গ্লাস ভেঙে একটি বড় সাইজের গরু দোকানে ঢুকে পড়ে। এতে রত্না খাতুন ও কর্মচারী সীমা ভয়ে চিৎকার করতে থাকেন। ভিতরে ঢোকার পর গরু লাফালাফি শুরু করলে দোকানের মালামাল তছনছ হয়ে যায়।

রিন্টু মিয়া জানান, তাদের প্রতিবেশী মনসুর রহমান বুধবার মহাস্থান হাট থেকে একটি বড় গরু কেনেন। তিনি গরুটি একটি ভটভটিতে তুলে বাড়িতে ফিরছিলেন। রাত সাড়ে ৭টার দিকে ভটভটি ধরমপুরের বাড়ির সামনে পৌঁছে। ভটভটি থেকে গরু নামানোর সময় হঠাৎ হাত থেকে রশি ফসকে যায়। তখন গরুটিকে ধরার চেষ্টা করলে ভয় পেয়ে ছোটাছুটি শুরু করে। একপর্যায়ে গরুটি গ্লাস ভেঙে তাদের জাফরিন কালেকশনে ঢুকে পড়ে। দোকানে থাকা তার স্ত্রী ও নারী কর্মচারী ভয় পেয়ে চিৎকার করতে থাকেন। তিনি ভিতরে ঢুকে দেখেন গরু দোকানের সব কিছু তছনছ করেছে। পরে লোকজন এসে গরুটিকে মনসুর রহমানের বাড়িতে নিয়ে যান। তার দোকানের মালামাল ও ফার্নিচারসহ অন্তত ৪৫ হাজার টাকা ক্ষতি হয়েছে।

রিন্টু মিয়া বলেন, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা; তাই গরুর মালিকের কাছে ক্ষতিপূরণ দাবি সম্ভব নয়।

রত্না খাতুন জানান, ঘটনার সময় তিনি দোকানে জিনিসপত্র গোছানোসহ অন্যান্য কাজ করছিলেন। কর্মচারী সীমা তার জন্য এক কাপ চা নিয়ে আসেন। এ সময় গরুটি বিকট শব্দে কাচের দরজা ভেঙে দোকানে ঢুকে পড়ে। লাফিয়ে বের হওয়ার চেষ্টা করলে শো-কেস ভেঙে যায়। এ সময় গরুর লাফালাফিতে তিনি ও কর্মচারী সীমা আঘাত পান। গরু শান্ত হলে তিনি দোকান থেকে বাহিরে বের হন। লোকজন এসে গরুটি বের করে প্রতিবেশী মনসুর রহমানের বাড়িতে নিয়ে যান।

LEAVE A REPLY