রাশিয়াকে সমর্থন, বিনিময়ে যা পেয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট

ব্রাজিলের প্রেসিডেন্ট দাবি করেছেন, রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলো ব্যর্থ হয়েছে।

নিজ দলের সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারো বলেছেন, রাশিয়াকে সমর্থন দিয়ে ‘ব্রাজিলের গুরুত্বপূর্ণ কৃষিকাজের জন্য প্রয়োজনীয় সার’ পেয়েছেন তিনি।

তাছাড়া ব্রাজিলের অ্যামাজন বনের সার্বভৌমতা নিয়ে ব্রাজিল যেমন চিন্তিত, রাশিয়াও তেমন চিন্তিত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারো।

পৃথিবীর দীর্ঘতম কর্দমাক্ত বন হলো অ্যামাজন। বিশ্বের সবচেয়ে বড় কর্দমাক্ত বন হওয়ায় এটি নিয়ে প্রায়ই কথা বলে থাকে উন্নত বিশ্বগুলো। তাদের দাবি অ্যামাজনকে উজাড় করে দেওয়া হয়েছে। 

কিন্তু অন্য দেশগুলো অ্যামাজন নিয়ে যে চিন্তা করে সেটি পছন্দ নয় ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্টের। অ্যামাজন নিয়ে অন্য দেশগুলোর সমালোচনাকে ব্রাজিলের ‘সার্বভৌমতার’ ওপর আঘাত বলে মনে করেন তিনি। 

এদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা নিয়ে কথা বলায় তারা ব্রাজিলের প্রেসিডেন্টের ওপর ক্ষুদ্ধ হতে পারে।

রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রাখায় এর আগেই ব্রাজিলের সমালোচনা করেছে তারা। 

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY