ব্যাপক বিক্ষোভের মুখে নতি স্বীকার করে সরকারি বাসভবন ত্যাগ করা লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে সে দেশের নৌবাহিনীর একটি জাহাজে আত্মগোপনে রয়েছেন। বিবিসি জানিয়েছে, নৌবাহিনীর ওই জাহাজ বর্তমানে দেশটির সমুদ্রসীমার ভেতরে কোনো একটি এলাকায় রয়েছে।
গত শনিবার দুপুরের দিকে গোতাবায়ার পদত্যাগের দাবিতে তার সরকারি বাসভবন ঘেরাও করতে হাজির হন একদল বিক্ষোভকারী। তবে গোয়েন্দা সূত্রে এই তথ্য জেনে একদিন আগেই বাসভবন ত্যাগ করেছিলেন গোতাবায়া রাজাপক্ষে।
প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল, রাজাপক্ষে সামরিক বাহিনীর সদর দপ্তরে আশ্রয় নিয়েছেন। পরে প্রতিরক্ষা বাহিনীর সূত্রের কাছ থেকে তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে প্রতিবেদন প্রকাশ করে বিবিসি।
গতকাল রবিবার শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার জানিয়েছেন, আগামী ১৩ জুলাই পদত্যাগ করবেন প্রেসিডেন্ট গোতাবায়। তবে তিনি অবশ্য এখন পর্যন্ত এ বিষয়ক কোনো বিবৃতি দেননি।
সূত্র: বিবিসি।