রবিবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৭টি ও উত্তর সিটির ১১ ওয়ার্ড থেকে প্রথম দিনে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।
দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, ১৭টি ওয়ার্ডের কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। শতভাগ বর্জ্য অপসারণকৃত ওয়ার্ডগুলো হলো ১০, ১৬, ২৩, ২৪, ২৮, ২৯, ৩১, ৩৭, ৩৯, ৪০, ৪১, ৪৩, ৫৩, ৫৬, ৫৭, ৭১ ও ৭২ নম্বর ওয়ার্ড। এ পর্যন্ত সার্বিকভাবে প্রায় ৭৫ শতাংশ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে বলে তিনি জানান।
এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন শিমুল জানান, এই সিটির ১১টি ওয়ার্ডের কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। শতভাগ বর্জ্য অপসারণকৃত ওয়ার্ডগুলো হলো ০৬, ১৩, ১৯, ২৫, ৩১, ৪৪, ৪৫, ৪৬, ৫২, ৫৩ এবং ৫৪ নম্বর ওয়ার্ড।
এ ছাড়া সর্বিকভাবে এই সিটির কোরবানির বর্জ্যরে ৮০ভাগ অপসারণ সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।
সূত্র : বাসস