সরকার লুটপাট করলে মাথাপিছু আয় বাড়ল কী করে : হানিফ

দেশের যত উন্নয়ন হচ্ছে বিএনপির অন্তর্জ্বালা তত বাড়ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। মেগাপ্রকল্পে দুর্নীতির অভিযোগ বিএনপির লাগাতার মিথ্যাচারের অংশ বলেও মন্তব্য করেন তিনি।

আজ সোমবার (১১ জুলাই) দুপুরে কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, বিএনপি লাগাতার মিথ্যাচার করছে।

মিথ্যাচার ছাড়া তাদের কোনো বক্তব্য নেই। কারণ তারা সরকারে থাকতে কোনো সেক্টরেই উন্নয়ন করতে পারেনি।

হানিফ আরো বলেন, মির্জা ফখরুল সাহেবরা ড. ইউনূসের সঙ্গে তালমিলিয়ে বলেছিলেন পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে। আন্তর্জাতিক আদালতে রায় হওয়ার মধ্য দিয়ে পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। সরকারের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগের সত্যতা নেই।

হানিফ বলেন, লুটপাট করলে মাথাপিছু আয় বাড়ল কী করে। পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রো রেলসহ অসংখ্য উন্নয়ন হলো কী করে। তাদের (বিএনপি) সময়ের ব্যর্থতা ঢাকার জন্য ফখরুলরা মিথ্যাচার করছেন। সরকারের বিরুদ্ধে নেতিবাচক কথা বলা ছাড়া তাদের কী করার আছে?

পরে তিনি নাগরিক কমিটির নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

LEAVE A REPLY