ঈদে মুক্তি পাচ্ছে বিদ্যা সিনহা সাহা মিমের সিনেমা ‘পরাণ’। এতে তার সঙ্গী হয়েছেন শরিফুল রাজ ও ইয়াশ রোহান। রায়হান রাফি পরিচালিত সিনেমাটি দেশের ১১টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।
সেগুলো হলো―স্টার সিনেপ্লেক্স পান্থপথ, ধানমণ্ডি ও মিরপুর শাখা, ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), আজাদ (পুরান ঢাকা), ঝুমুর (জয়দেবপুর), পূরবী (ময়মনসিংহ) এবং খুলনার শংখ ও চিত্রালী।
মিম নিজের ফেসবুক হ্য্যান্ডেলে লিখেছেন, “আমি বিদ্যা সিনহা মিম, আবারও ফিরে আসছি আপনাদের মাঝে ‘পরাণ’ সিনেমা নিয়ে। ঢাকাসহ দেশের মোট ১১টি হলে মুক্তি পাচ্ছে আমার অভিনীত সিনেমা ‘পরাণ’। আপনাদের সবাইকে সিনেমা হলে এসে দেখার আমন্ত্রণ। আপনাদের অংশগ্রহণই বাংলা সিনেমাকে আবারও পুনরুজ্জীবিত করবে। “
গত ২৭ জুন ‘পরাণ’ সিনেমার ‘চলো নিরালায়’ শিরোনামের গানটি প্রকাশের পর দর্শক-শ্রোতারা ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় গানটি ঘিরে নেটিজেনদের আগ্রহ বাড়ে। অনেকেই গানটির প্রশংসা করেছেন। পরবর্তীতে ‘জ্বলেরে পরাণ’ শিরোনামের টাইটেল গানটিও আলোচনায় আসে।