চার-চারটা ক্যাচ মিস; দলের ফিল্ডিংয়ে বিরক্ত অধিনায়ক

ছবি : এএফপি

উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে জিতে ভালোভাবেই সিরিজ শুরু করেছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ জুড়ে ছিল বাংলাদেশের একচ্ছত্র আধিপত্য। ক্যারিবিয়ানদের ১৪৯ রান তাড়া করতে লেগেছে ৩২ ওভারেরও কম। যদিও এই লক্ষ্য হতে পারত ১১৫ রান।

চার-চারটি ক্যাচ মিস আর মিস ফিল্ডিংয়ের সুযোগে ১০ নম্বর ব্যাটার অ্যান্ডারসন ফিলিপ ও ১১ নম্বর জেডেন সিলস মিলে শেষ উইকেটে গড়েন ৩৯ রানের জুটি।

যদিও বাজে ফিল্ডিংয়ের জন্য এই ম্যাচে বড় খেসারত দিতে হয়নি দলকে। তবু দলের এমন বাজে ফিল্ডিং নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন অধিনায়ক তামিম ইকবাল, ‘আরো অনেক জায়গায় আমাদের উন্নতি করতে হবে। আরো একটা ভালো দলের সঙ্গে খেলা হলে এই ক্যাচগুলোর অনেক চড়া মূল্য দিতে হতে পারত। আগেও দুর্ভাবনার কথা বলেছি যে, এটা বন্ধ হতে হবে বা কমে আসতে হবে। কারণ চার-চারটা ক্যাচ ছেড়ে এভাবে হয় না। আমরা হয়তো ১১৫ রান তাড়া করতাম ক্যাচ না ছাড়লে। ‘

তবে শুধু এই ম্যাচে নয়, বছর তিনেক ধরেই বাংলাদেশের ক্রিকেটে ক্যাচ ফেলা বড় সমস্যা। বেশির ভাগ ম্যাচেই নিয়মিত ক্যাচ ফসকে যাচ্ছে। বিষয়টি নিয়ে কাজ করার কথা বললেন তামিম, ‘এই একটা দিকে আমাদের খুঁজে বের কতে হবে যে, ভুল কোথায় হচ্ছে। কারণ অনুশীলনে আমি কোনো ভুল দেখি না। এটা নিয়ে সতর্কভাবে আলোচনা করতে হবে আমাদের। বারবার একই মানুষেরা ক্যাচ মিস করছে, যা বাজে ব্যাপার। আমাদের নিশ্চিত করতে হবে যেন এটা সব সময় না হয়। ‘

LEAVE A REPLY