বিপুল অঙ্কের বোনাস নিয়ে ক্লাব ছাড়ার কথা জানান রোনালদো!

শিরোপাহীন মৌসুম শেষে প্রাণের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার দল চ্যাম্পিয়নস লিগ খেলতে পারবে না, এটাই ক্লাব ছাড়তে চাওয়ার আসল কারণ। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগ হাতছাড়া করতে চান না রোনালদো। তাকে পেতে ইতিমধ্যে বেশ কয়েকটি ক্লাব মাঠে নেমেছে।

যার মাঝে আছে মেসি-নেইমারের পিএসজিও!

এবার ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য সান’ দাবি করেছে, ক্লাব ছাড়ার ইচ্ছা পোষণ করার আগে রোনালদো নাকি বিপুল অঙ্কের বোনাস নিয়েছেন।  পুরোপুরি নিশ্চিত না হলেও অঙ্কটা ৯ লাখ ইউরোর মতো বলে দাবি করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’।  যা বাংলাদেশি মুদ্রায় আট কোটি ৫০ লাখ টাকার মতো। সেই বোনাস পাওয়ার পরেই নাকি সিআর সেভেন ক্লাবকে জানিয়ে দেন, তিনি আর থাকতে চান না। এ কারণে রোনালদোর ওপর ম্যান ইউ কর্তৃপক্ষ নাকি বেশ বিরক্ত।

এখনো এক বছরই হয়নি রোনালদো জুভেন্তাস থেকে তার পুরনো ক্লাবে ফিরেছেন।  ৩৭ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড মৌসুমে করেছেন ২৪ গোল। প্রিমিয়ার লিগে করেছেন ১৮টি। অনেকের দাবি, এই বয়সে এসে এখন আর রোনালদো গোলের বাইরে দলের খেলায় তেমন অবদান রাখতে পারেন না। আবার ক্লাব চ্যাম্পিয়নস লিগে উঠতে না পারায় রোনালদো নিজেও থাকতে চান না। ম্যান ইউয়ের সঙ্গে তার চুক্তি এখনো এক মৌসুম বাকি। এখন দেখার, কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়।

LEAVE A REPLY